পুরনো রেলস্টেশন ভবন ভেঙে নির্মিত হচ্ছে নতুন ভবন। প্রায় ১০ কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে নতুন ও আধুনিক স্থাপনা তৈরি হওয়ায় উচ্ছ্বসিত স্থানীয়রা। তারা বলেন, এই রেলস্টেশন ঘিরেই বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হয়। আর স্টেশনটি আধুনিক হলে স্থানীয় ব্যবসায়ী ও মানুষ উপকৃত হবেন।
ভেঙে ফেলা হয়েছে পুরনো রেলস্টেশন ভবন। ছবি: এখন টিভি
শুধু রেলস্টেশন নয়, রেলবাজারের লাইনের ওপর ওভারপাস নির্মাণ করা হচ্ছে। নির্মাণকাজের জন্য স্থানীয়দের বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠান ও শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হলেও আক্ষেপ নেই ব্যবসায়ীদের।
ব্যবসায়ীরা বলেন, ওভারপাস হলে রেলবাজারের চিত্রই বদলে যাবে। এছাড়া পুরো এলাকাজুড়ে ব্যবসা কার্যক্রম আরও বৃদ্ধি পাবে বলে আশা করছি।
জেলা শহরের বড় দুই প্রকল্পের আওতায় উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকায় স্বাভাবিক চলাচলে কিছুটা বিঘ্ন ঘটছে। তবে সাময়িক দুর্ভোগের পর ইতিবাচক পরিবর্তন আসবে বলে জানান জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।