আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বেলা ১২টায় এক ব্রিফিংয়ে মন্ত্রী এ কথা বলেন। এ সময় তিনি দেশের বিভিন্ন স্থানে রেলপথে নাশকতা ও ট্রেনে আগুন দেয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।
ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, ‘রাজনৈতিক কর্মসূচিতে কোন সমস্যা নেই, কিন্তু রেলপথকে সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে ফেলবেন না। রেলপথের যন্ত্রাংশ খুলে ফেলাসহ চুরি করা হচ্ছে। যা ট্রেন চলাচলে ঝুঁকি তৈরি করছে।’
রেলমন্ত্রী আরও বলেন, তেজগাঁওয়ে ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী ৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে।
ক্ষতিগ্রস্ত মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন। ছবি: এখন টিভি
আজ ভোরে তেজগাঁও স্টেশনে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় মা ও শিশুসহ ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা সবাই ট্রেনের যাত্রী ছিলেন।
তেজগাঁও স্টেশন মাস্টার শফিকুল ইসলাম বলেন, চলন্ত ট্রেনেই আগুন দেয়া হয়। আর মরদেহগুলো রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক আছে বলেও তিনি জানান।
গত দেড় মাসে দেশের বিভিন্ন অঞ্চলে ২৮টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।