ইতোমধ্যে রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি ভবন সাজানো হয়েছে। তবে আলোকসজ্জা তৈরির কাজে জড়িতরা বলছেন, এবার অন্যান্য বছরের তুলনায় আলোকসজ্জার কাজ কম হচ্ছে।
এদিকে বিশেষ দিবসগুলোতে নানান রঙের বাতি ও প্রয়োজনীয় সরঞ্জামের বিক্রি বাড়লেও সন্তুষ্ট নন লাইট বিক্রেতারা। তারা বলেন, আমদানি নির্ভরতার কারণে মূল্যস্ফীতির বাজারে আশানুরূপ ব্যবসা হচ্ছে না। আর এতে করে উৎসবকেন্দ্রিক লাইটের ব্যবসা গুরুত্ব হারাচ্ছে।
এক শিক্ষার্থী বলেন, আলোকসজ্জায় সজ্জিত রাতের ঢাকা দেখতে আমার ভীষণ ভালো লাগে। বিজয় আলো সবার মনে ছড়িয়ে পড়ুক এই প্রত্যাশা করি।
আগামীকাল ১৬ ডিসেম্বর বাঙালি জাতি বিজয়ের ৫৩তম বছরে পদার্পণ করবে।