এখন ভোট , অপরাধ ও আদালত
দেশে এখন
0

অবসরের ৩ বছর নির্বাচন করতে পারবেন না সরকারি কর্মকর্তারা : হাইকোর্ট

Shahinur Sarkar

অবসরপ্রাপ্ত সরকারি ও সামরিক কর্মকর্তাদের রিট খারিজ

অবসরের তিন বছর পার না হওয়া পর্যন্ত সামরিক-বেসামরিক সরকারি কর্মকর্তাদের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার বিধান কেন অবৈধ হবে না— এ মর্মে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে সামরিক-বেসামরিক সরকারি কর্মকর্তারা অবসরের তিন বছর পার না হওয়ার আগে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবেন না।

সোমবার (৪ ডিসেম্বর) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

অবসরের পরপরই নির্বাচনে অংশ নিতে চান সরকারি ও সামরিক কর্মকর্তারা। এ বিষয়ে নির্বাচন কমিশনের আরপিও বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন কয়েকজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা।

এসএসএস