‘মেট্রোরেল থেকে কিছু বিজ্ঞাপন পোস্টার সরিয়ে ফেলা হবে’

দেশে এখন
0

দেশের আধুনিক গণপরিবহন মেট্রোরেল। যানজটের নগরীতে এই গণপরিবহন চালু হওয়ার পর স্টেশনের ব্যবস্থাপনা, সেবার মান, হকার-ভিক্ষুকমুক্ত পরিবেশ নিয়ে সন্তুষ্ট যাত্রীরা।

বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহনের শুরু থেকে দ্রুতগতি ও সৌন্দর্যের প্রতীক মেট্রোরেল একটি আদর্শ বাহন হিসেবে ব্যবহারকারীদের মনে অনেকটা জায়গা করে নিয়েছিল। তবে হঠাৎ মেট্রোরেলে অপরিকল্পিতভাবে বিজ্ঞাপন লাগানোর ফলে এটি সৌন্দর্য হারিয়েছে বলে মন্তব্য করেছেন যাত্রীরা।

তারা বলছেন, পোস্টারের মতো যেখানে সেখানে বিজ্ঞাপন লাগিয়ে মেট্রোর সৌন্দর্য নষ্ট করা হচ্ছে।

সবশেষ গতকাল সোমবার (১৩ নভেম্বর) এসব বিজ্ঞাপনী পোস্টার লাগাতে যথাযথভাবে নিয়মাবলী পালনের বিষয়ে তদন্ত কমিটি গঠন করে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৬ প্রকল্পের একজন অতিরিক্ত প্রকল্প পরিচালকের নেতৃত্বে তদন্ত কমিটি রাজধানীর উত্তরায় ট্রেনগুলো পরিদর্শন করে।

এসময় বিজ্ঞাপনে মেট্রোরেলের সৌন্দর্য তেমন হানি হয়নি দাবি করে এখন টিভিকে তদন্ত কমিটির এক সদস্য বলেন, ‘মেট্রোরেল থেকে বিজ্ঞাপনের কিছু কিছু পোস্টার সরিয়ে ফেলা হবে। এছাড়া আজকে আমরা পরিদর্শন করছি, তবে যদি আমরা নিশ্চিত করে জানতে পারি যে কোন কোন স্থানে যাত্রীদের অভিযোগ রয়েছে তাহলে সেখানে ব্যবস্থা নিতে সহজ হবে।

এজেন্সিকে কি কি নির্দেশনা দেয়া হয়েছে? এমন প্রশ্নে তদন্ত কমিটির এই সদস্য বলেন, ‘দরজা ও জানালার ওপরে যেসব পোস্টার লাগানো হয়েছে, সেগুলো ভিন্নভাবে দেয়ার বিষয়ে আমরা তাদের সঙ্গে কথা বলেছি। আশা করছি এক সপ্তাহের মধ্যে তারা একটি প্রেজেন্টেশন দিতে পারবে এবং সে অনুযায়ী ব্যবস্থা নিতে পারবো।

আরও পড়ুন: