সীমান্তের স্পর্শকাতর এলাকায় কঠোর নজরদারির তাগিদ স্বরাষ্ট্র উপদেষ্টার

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী | ছবি: এখন টিভি
0

দেশের মধ্যে অপরাধ করে যাতে কেউ সীমান্ত দিয়ে পার হতে না পারে, সেজন্য স্পর্শকাতর এলাকাগুলোতে কঠোর নজরদারি রাখার তাগিদ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ (সোমবার, ২৯ ডিসেম্বর) বিজিবি দিবস-২০২৫ উপলক্ষে কাজের স্বীকৃতি প্রদান অনুষ্ঠানে তিনি এমন তাগিদ দেন।

আরও পড়ুন:

এ দিন বর্ডারে চোরাচালি ও মাদক নিয়ন্ত্রণে ভূমিকা রাখার জন্য এ বছর ১২ জনকে বর্ডার গার্ড বাংলাদেশ পদক, ২৪ জনকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক, ১২ জনকে বর্ডার গার্ড বাংলাদেশ পদক-সেবা এবং ২৪ জনকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক-সেবাসহ মোট ৭২ জনকে বিভিন্ন পদকে ভূষিত করা হয়।

অনুষ্ঠানে তার বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বিজিবি সদস্যদের সহায়তা চাই।’ এসময় সীমান্তে চোরাচালানি রোধে বিজিবি সদস্যদের কঠোর ও কৌশলী হওয়ার পরামর্শও দেন তিনি।

এসএইচ