হ্যাকাররা পোস্টে লেখেন, ‘পেজটি এমএস ৪৭০এক্স দ্বারা হ্যাকড করা হয়েছে।’ এছাড়া আরও কয়েকটি পোস্ট দেয়া হয় পেজটি থেকে।
ইসলামী ব্যাংকের ফেসবুকে পেজটিতে নাম পরিবর্তন করা না হলেও পেজের নিক নাম পরিবর্তন করে হ্যাকারদের নামা রাখা হয়েছে। তবে প্রোফাইল ও কাভার ফটো বদলে হ্যাকার গ্রুপের ছবি ব্যবহার করা হয়েছে।





