‘রফিক, সালাম, বরকতের আত্মত্যাগ বিস্ফোরণ হয়ে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে’

‘রফিক, সালাম, বরকতের আত্মত্যাগ বিস্ফোরণ হয়ে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে’
‘রফিক, সালাম, বরকতের আত্মত্যাগ বিস্ফোরণ হয়ে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে’ |
0

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, রফিক, সালাম, বরকতের আত্মত্যাগ বিস্ফোরণ হয়ে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে। এ অভ্যুত্থান নতুন বাংলাদেশ নির্মাণের প্রত্যয় বলেও জানান তিনি।

আজ (শনিবার, ১ ফেব্রুয়ারি) বাংলা একাডেমিতে মাসব্যাপী অমর একুশে বইমেলা উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা।

এসময় তিনি বলেন, ‘একুশ ঐক্যের প্রতীক। একুশের মতোই জুলাই গণঅভ্যুত্থান জাতিকে ঐক্যবদ্ধ করেছে। বাংলাদেশ নতুন দিগন্তে প্রবেশ করেছে। রফিক, সালাম, বরকতের আত্মত্যাগ বিস্ফোরণ হয়ে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে।’

রাজনৈতিক, অর্থনৈতিক, প্রাতিষ্ঠানিক ও মানবিক দিক থেকে বিধ্বস্ত দেশকে সঠিক গন্তব্য পৌঁছানোর পথে তৈরি হয়েছে।

একুশের ভাষা আন্দোলনকে স্বাধিকার আন্দোলন হিসেবে উল্লেখ করে এসময় প্রধান উপদেষ্টা বলেন, ‘এ মাসে দেশব্যাপী সৃজনশীল কাজের জন্য পুরস্কার দেয়ার উদ্যোগ নিতে হবে।’

এছাড়া কৃষি, শিল্প বাণিজ্যসহ বিভিন্ন খতে অবদান রাখায় উদ্যোক্তাদের স্বীকৃতি দেয়ার আহ্বান জানান তিনি।

সেজু