দেশে এখন , ছাড়
বাজার
0

জমে উঠছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা

২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা জমে উঠছে। দিন বাড়ার সাথে সাথে মেলায় ক্রেতা সমাগম বাড়ছে। বিশেষ করে, ইলেকট্রনিক্স পণ্যের স্টল ও প্যাভিলিয়নগুলোতে ভিড় বেড়েছে।

২৮তম বাণিজ্য মেলার প্রবেশ পথের চিত্রই জানিয়ে দেয় জমে ওঠার বার্তা। মেলা মানেই বাহারি পণ্য, মূল্যহ্রাস আর দেখে-বেছে-যাচাই করে কেনাকাটার সুযোগ। দেশে এমন বড়সড় আয়োজন কেবল একটিই, আর একই চত্বরে দেশি-বিদেশি পণ্যের সমাহার। বিভিন্ন স্টলে পণ্যের ধরনও আলাদা।

সংসার আর জীবন সাজাতে ও রাঙিয়ে তুলতে অবিচ্ছেদ্য পণ্য এগুলো। স্টল ও প্যাভিলিয়নগুলোতে টেলিভিশন, কম্পিউটার, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, আয়রন, ফ্যান, ওয়াশিং মেশিনসহ হোম এপ্লাইয়েন্সের নানা উপকরণ রয়েছে, চাহিদাও আছে বেশ।

ক্রেতারা বলেন, ‘আমাদের কাছে ভালোই লাগছে। ছাড়ের পণ্যগুলো দেখে কিনতে পারছি। আর বাইরের পাশাপাশি দেশীয় পণ্যগুলোও কিনছি।’

মেলায় ক্রেতারা পণ্য দেখছেন। ছবি: এখন টিভি

মেলায় আসা দর্শনার্থীরা নানা ব্রান্ডের পণ্য ঘুরে ঘুরে দেখছেন। গুণগত মান ধরে রেখে তৈরি হওয়া পণ্যে মূল্যছাড়ও আছে। তাই ক্রেতার দৃষ্টিও সেসব স্টলের দিকে।

মেলায় ইলেকট্রনিক্স পণ্যের স্টল আছে অন্তত ১৪টি। একই ছাদের নিচে প্রয়োজনীয় সবকিছু কেনাবেচা করতে পেরে সন্তুষ্ট ক্রেতা-বিক্রেতারা।

বিক্রেতারা বলছেন, পণ্যের বৈচিত্র্য ধরে রাখার কারণে সহজেই ক্রেতার দৃষ্টি আকর্ষণ হচ্ছে। আর গতবারের চেয়ে এবার লোক সমাগম বেশি, লক্ষ্যমাত্রা পূরণ হবে বলেও আশা তাদের।

গতবারের চেয়ে এবার মেলায় বেড়েছে স্টল ও প্রবেশ ফি'র পরিমাণ। ক্রেতা দর্শনার্থীরা যাতে কোনভাবেই প্রতারিত না হন সেজন্য মাঠে আছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মেলায় এবার ৯ ক্যাটাগরিতে ১৮টি বিদেশি স্টলসহ মোট স্টল-প্যাভিলিয়ন রয়েছে ৩৫০ এর বেশি।

এই সম্পর্কিত অন্যান্য খবর