দেশে এখন , কাঁচাবাজার
বাজার
0

চুয়াডাঙ্গার বাজারে শাক-সবজির দাম ঊর্ধ্বমুখী

বৃষ্টি-বন্যার অজুহাতে দাম বাড়ানোর অভিযোগ

বন্যার প্রভাব পড়েছে সারা দেশের বাজারে। বিশেষ করে শাক-সবজির দাম ঊর্ধ্বমুখী। বৃষ্টি-বন্যার অজুহাতে অস্বাভাবিক দাম হাঁকাচ্ছেন সবজি বিক্রেতারা। বলছেন, বাজারে কাঁচা পণ্যের সরবরাহ কমেছে। বিক্রেতাদের অভিযোগ, বন্যা কবলিত এলাকা না হলেও দাম ওঠানামা করছে বিভিন্ন নিত্যপণ্যের। কৃত্রিম সংকট ও সিন্ডিকেট নিয়ন্ত্রণে নিয়মিত বাজার তদারকি হচ্ছে বলে দাবি স্থানীয় প্রশাসনের।

চুয়াডাঙ্গার বাজারে শাক-সবজির দাম বাড়তি। বন্যার প্রভাবে কাঁচা মরিচ, পেঁয়াজ, বেগুনসহ বিভিন্ন পণ্যের দাম বাড়ছে। ৫০ টাকার নিচে মিলছে না অন্যান্য শাক-সবজি।

ক্রেতাদের অভিযোগ, এসব এলাকায় বন্যা না হলেও প্রভাব পড়েছে সবজির দামে। বৃষ্টি-বন্যার অজুহাতে বিক্রেতারা ইচ্ছামতো দাম হাঁকাচ্ছেন।

কয়েকজন ক্রেতা জানান, আগের থেকে চলতি সপ্তাহে সবজির দাম একটু বেশি। আলু, পেঁয়াজ সবকিছুর দাম কেজিপ্রতি ১০/১৫ টাকা বেড়েছে। বিক্রেতারা বলছে আমদানি কম, তাই সবজির দাম বেশি।

বিক্রেতাদের যুক্তি, বন্যায় বাজারে কাঁচা পণ্যের সরবরাহ কম থাকছে। তাই মাঠ পর্যায় থেকেই বৃদ্ধি পাচ্ছে সবজির দাম।

এক বিক্রেতা জানান, বেশ কিছু এলাকায় বন্যার কারণে নাজেহাল অবস্থা। তাই সবজির সরবরাহ নেই। আরেক বিক্রেতা জানান, আমদানি আগের মতো থাকলে দাম কিছুটা কমতো।

প্রশাসনের দাবি, বাজারে কৃত্রিম সংকট ও সিন্ডিকেট নিয়ন্ত্রণে নিয়মিত তদারকি করা হচ্ছে। সবজির দাম নিয়ন্ত্রণেও চলছে অভিযান।

চুয়াডাঙ্গার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ বলেন, বিভিন্ন বাজারে গিয়ে আড়তগুলোও তদারকি করা হচ্ছে। মূল্য তালিকার পাশাপাশি বাধ্যতামূলকভাবে ক্রয় রশিদ রাখার বিষয়েও নির্দেশনা দেয়া হচ্ছে। সেই সঙ্গে কোনো সিন্ডিকেট বা মজুতদার কাজ করছে কি না সেটিও দেখা হচ্ছে।

গত সপ্তাহে ৮০ টাকা কেজি দরে বিক্রি হওয়া বেগুনের র্ব্তমান মূল্য ১০৫ টাকা। অন্যদিকে পেঁয়াজের দাম ১২০ থেকে ১৩৫ টাকা, টমোটোর দাম ৬০ থেকে ৭৩ টাকা, আলুর দাম ৬০ থেকে ৭৫ টাকা এবং করলার দাম ৪০ থেকে ৬৫ টাকাতে উত্তীর্ণ হয়েছে।

এএইচ