স্বর্ণের বাজার
বাজার
0

একদিনের ব্যবধানে আবারও বাড়লো স্বর্ণের দাম

ঈদুল ফিতরের আগে একদিনের ব্যবধানে দুই দফায় বাড়লো স্বর্ণের দাম। আজ (সোমবার, ৭ এপ্রিল) স্বর্ণের নতুন দাম নির্ধারণের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম অনুযায়ী, প্রতি ভরিতে ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা।

বাজুসের সভায় জানানো হয়, সোমবার বিকাল ৪টা থেকেই নতুন দাম কার্যকর হবে। এর আগে গত ৫ এপ্রিল স্বর্ণের বাড়তি দাম নির্ধারণ করা হয়, যা গতকাল রোববার থেকে কার্যকর হয়েছে। এটা নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ৭ বার স্বর্ণের দাম সমন্বয় করল বাজুস।

নির্ধারিত নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা। ২১ ক্যারেট ১ লাখ ১২ হাজার ২০৮ টাকা, ১৮ ক্যারেট ৯৬ হাজার ২২৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৮০ হাজার ১৯০ টাকা।

বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং মনিটরিংয়ের চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সব জুয়েলারি ব্যবসায়ীদের পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত বর্ণিত মূল্যে স্বর্ণ বিক্রয়ের জন্য অনুরোধ করা হলো।

এর আগে গত ৬ এপ্রিল ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে ১ লাখ ১৫ হাজার ৮২৪ টাকা নির্ধারণ করেছিল বাজুস। আর ২১ ক্যারেট ১ লাখ ১০ হাজার ৫৭৫ টাকা, ১৮ ক্যারেট ৯৪ হাজার ৭৭০ টাকা ও সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ৭৮ হাজার ৯৬৫ টাকা।

ইএ