যুক্তরাষ্ট্রের সামরিক হেলিকপ্টার ব্ল্যাক হকের সঙ্গে বিমান বিধ্বস্ত

উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

বহুমুখী ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ব্ল্যাক হক সিরিজের হেলিকপ্টার সবচেয়ে জনপ্রিয়। বহুল ব্যবহৃত এই হেলিকপ্টারে সমরাস্ত্রসহ ১২ জন সেনা বহনে সক্ষম। স্থল বা সমুদ্রে দুই জায়গায়ই এটি অভিযান চালাতে সক্ষম। যদিও এর আগেও বিধ্বস্তের ঘটনার সাক্ষী হয়েছে অত্যাধুনিক এই সামরিক হেলিকপ্টার।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে সামরিক হেলিকপ্টার ব্ল্যাক হকের সংঘর্ষে হতাহত হয়েছেন বহু মানুষ। বিমানটিতে ৬০ যাত্রী ও ৪ জন ক্রু ছিলেন। অন্যদিকে, ব্ল্যাক হক হেলিকপ্টারটিতে ছিলেন ৩ মার্কিন সেনা। যদিও হেলিকপ্টারটি সুসজ্জিত সমরাস্ত্রসহ ১২ জন সেনা বহনে সক্ষম।

বহুমুখী ব্যবহারের জন্য সামরিক বাহিনীতে ব্ল্যাক হক ইউএইচ সিরিজের হেলিকপ্টারের জনপ্রিয়তা অনেক। বহুল ব্যবহৃত হেলিকপ্টারটিতে ক্রমান্বয়ে যুক্ত করা হচ্ছে উন্নত প্রযুক্তি। ২০৩২ সাল পর্যন্ত এর উৎপাদন চালিয়ে যেতে মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে চুক্তি করেছে নির্মাতা প্রতিষ্ঠান সিকোরস্কি।

২০২২ সালে প্রায় আড়াই বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে ২৫৫টি হেলিক্প্টার তৈরির চুক্তি হয়। যুক্তরাষ্ট্র ছাড়াও অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া, গ্রিস ও জর্ডানসহ ৩৬টি দেশ এই সিরিজের হেলিপকপ্টার ক্রয়ে চুক্তি করেছে। স্থল এবং সমুদ্র উভয় জায়গায় যুদ্ধ ও উদ্ধার অভিযানে এরইমধ্যে হেলিকপ্টারটি তার সক্ষমতা প্রমাণ করেছে।

সম্পূর্ণ সুসজ্জিত সমরাস্ত্রসহ ১২ জন সেনাসদস্য বহনে সক্ষম 'ইউএইচ' সিরিজের এই সামরিক হেলিকপ্টার। শক্তিশালী, নির্ভরযোগ্য ও যেকোনো কঠিন মিশনের জন্য প্রস্তুত এটি। এছাড়া, শক্তিশালী জোড়া ইঞ্জিন, উন্নত কেবিনসহ ৯ হাজার পাউন্ড পর্যন্ত কার্গো ধারণক্ষমতা আছে।

সশস্ত্র মিশনে ক্রুদের সুরক্ষিত রাখতে আছে উন্নত সব ব্যবস্থা। নির্ভুলভাবে অগ্নিনির্বাপণের জন্যও এটি বেশ কার্যকর ভূমিকা রাখে। যেকোনো বৈরী পরিবেশে চালাতে পারে উদ্ধার কাজ। এছাড়া, মানবিক সহায়তা ও দুর্যোগে ত্রাণ সরবরাহেও এটি ব্যবহার করা হয়। দড়ি দিয়ে সেনাদের মাটিতে নামার ব্যবস্থাও আছে।

তবে, এত সুযোগ সুবিধা আর আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও কি করে এটি এমন একটি দুর্ঘটনার কবলে পড়লো তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে নানা মহলে। খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেছেন, হেলিকপ্টারটি চাইলেই বিমানের সঙ্গে সংঘর্ষ এড়াতে পারতো।

যদিও এর আগেও, ইউএইচ হেলিকপ্টার বেশ কয়েকবার দুর্ঘটনার কবলেও পড়েছে। ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে অন্তত ১০টি বিধ্বস্তের ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৭ জন।

এএম