সী বিচের পাশে ছবির মতো সাজানো বিলাসবহুল প্রাসাদগুলো এখন ছাই ভস্ম। কংক্রিটের হাজারো জঞ্জাল স্মরণ করিয়ে দিচ্ছে রোমের কথা। লস অ্যাঞ্জেলেসবাসীর শোক যেমন কাটছে না, ঠিক তেমনি নিয়ন্ত্রণে আসছে না দাবানলের লেলিহান শিখা।
ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানলে ইতোমধ্যেই পুড়ে ছাই প্রায় ৪০ হাজার একর এলাকা। ইটনের ৪৫ শতাংশ দাবানল নিয়ন্ত্রণে এসেছে। অন্যদিকে প্যালিসেডস নিয়ন্ত্রণে এসেছে ২১ শতাংশ। বাতাসের গতি কমতে থাকায় প্রত্যাহার করা হয়েছে রেড ফ্ল্যাগ সতর্কতা। তবে আগামী সোমবার থেকে আবারো ফিরতে পারে ডেভিল উইন্ড নামে পরিচিত সান্তা অ্যানা ঝড়ো বাতাস। তাই এই কয়েকদিনের মধ্যে দাবানল নিয়ন্ত্রণে না আনতে পারলে পরিস্থিতি অবনতির শঙ্কা দমকল বিভাগের।
এর মধ্যে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টায় লস অ্যাঞ্জেলেসবাসী। প্যালিসেডসের বেশকিছু স্থানে খুলেছে প্রাথমিক বিদ্যালয়। আধা পোড়া স্কুলে পাঠদানের পাশাপাশি চলছে শিক্ষার্থীদের কাউন্সেলিং।
দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য পুরোদমে কার্যক্রম শুরু করেছে কেন্দ্রীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা ফিমা। ধ্বংসপ্রাপ্ত সম্পদের বীমা দেয়ার লক্ষ্যে চলছে ডকুমেন্টেশন কার্যক্রম। এদিকে দাবানল ছড়িয়ে দেয়ার অভিযোগে আটক করা হয়েছে কয়েকজন দুর্বৃত্তকে। লুটতরাজ ও পণ্যের কৃত্রিম মূল্যবৃদ্ধির বিরুদ্ধে কঠোর অবস্থানে কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি।
লস অ্যাঞ্জেলেস কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি নাথান হচম্যান বলেন, ‘আপনি যদি পণ্যের কৃত্রিম মূল্যবৃদ্ধির সঙ্গে জড়িত থাকেন, দ্রুত এটি বন্ধ করুন। পাশাপাশি যাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নিয়েছেন, তা ফেরত দিন। আপনাকে আইনের আওতায় আনা হবে কিনা, তা এই পদক্ষেপগুলোর ওপর নির্ধারিত হবে।’
লস অ্যাঞ্জেলেসের দাবানলের জন্য জীবাশ্ম জ্বালানি প্রতিষ্ঠানকে দায়ী করেছেন অ্যান্তোনিও গুতেরেস। জাতিসংঘ মহাসচিবের দাবি, এসব প্রতিষ্ঠানের ভুলের খেসারত সাধারণ মানুষকে দিতে হচ্ছে অর্থ ও জীবন দিয়ে।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, ‘লস অ্যাঞ্জেলেস পাহাড়ের দিকে তাকান। বিপর্যয় চলচ্চিত্রের আঁতুরঘর এখন নিজেই বিপর্যয়ের দৃশ্য হয়ে গেছে। পুরো বিশ্বে জলবায়ু পরিবর্তনের খেসারত কে দিচ্ছে? জীবাশ্ম জ্বালানি প্রতিষ্ঠানগুলো করদাতাদের অর্থ শুষে প্রতিনিয়ত ধনী হচ্ছে।’
ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের ঘুরে দাঁড়াতে আড়াই মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দিয়েছেন সংগীতশিল্পী বিয়োন্সে। তালিকায় রয়েছেন লিওনার্দো ডি ক্যাপ্রিও, প্যারিস হিলটন ও জেমি লি কার্টিসসহ বেশ কয়েকজন তারকা।