মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

অবশেষে গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর

গাজায় দীর্ঘ প্রতীক্ষিত যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলি কর্মকর্তারা। প্রায় তিন ঘণ্টা বিলম্বের পর আজ (রোববার, ১৯ জানুয়ারি) স্থানীয় সময় সোয়া ১১টায় যুদ্ধবিরতি শুরু হয়।

হামাস প্রথম তিন জিম্মিকে মুক্তি দেওয়ার পর চুক্তি কার্যকর হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর কার্যালয়।

একইসঙ্গে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি নিশ্চিত করেছে, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে।

যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির এই দীর্ঘ প্রতীক্ষিত পদক্ষেপ গাজা উপত্যকায় ১৫ মাসের বিধ্বংসী যুদ্ধ শেষ করার সর্বোত্তম সুযোগ হিসাবে দেখেছেন বিশ্লেষকরা। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস ও বৃটিশ সংবাদ বিবিসি এ তথ্য জানিয়েছে।

এদিকে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসির জানিয়েছে, এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি কার্যকর বিলম্বিত করার নির্দেশ দিয়েছিলেন কারণ তারা জিম্মিদের নামের তালিকার অপেক্ষায় রয়েছেন। তবে যা হামাস বলেছে প্রযুক্তিগত ত্রুটির কারণে তা বিলম্বিত হয়েছে।

যুদ্ধবিরতির প্রথম পর্যায়টি ৪২ দিন স্থায়ী হবে এবং এ সময় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন তাদের হাতে বন্দি থাকা ৩৩ জন ইসরাইলি জিম্মিকে মুক্তি দেবে, যাদের মধ্যে তিনজনকে রোববার মুক্তি দেয়া হবে। ইসরাইল শত শত ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে এবং দেশে ফেরত পাঠাবে।

এদিকে হামাস পরিচালিত গাজার সিভিল ডিফেন্স বলেছে, সকালে যে সময় থেকে যুদ্ধবিরতি শুরুর কথা ছিল, সে সময় থেকে ইসরায়েলি বিমান হামলায় ১০ জন নিহত হয়েছেন। যার মধ্যে ছয়জন গাজা শহরে, তিনজন উত্তরাঞ্চলে এবং একজন রাফায় প্রাণ হারিয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো ২৫ জন।

এএম