রুশ গণমাধ্যম আরটি জানায়, ২০২৩ সালে রুশ ভূখণ্ডে সক্রিয় এসব মার্কিন প্রতিষ্ঠান থেকে ১২০ কোটি ডলারেও বেশি শুল্ক আদায় করেছে মস্কো। ২০২২ সালের যার পরিমাণ ছিল ৭১ কোটি ডলারের কিছু বেশি।
ইউক্রেনীয় সংবাদমাধ্যম নিউজউইকের তথ্য বলছে, কিয়েভের অর্থায়নে বেশ কিছু এনজিও পশ্চিমা বহুজাতিক প্রতিষ্ঠানগুলোকে রাশিয়া থেকে ব্যবসা তুলে নেয়ার পরামর্শ দিয়ে আসছিল।
কিন্তু এতে কাজ হয়নি, বরং লাভের অংক বেড়েছে মস্কোর। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ২০২৩ সালে যে ৫টি কোম্পানি থেকে রাশিয়া সবচেয়ে বেশি শুল্ক আদায় করেছে, সে তালিকার শীর্ষে থাকা তামাকজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান 'ফিলিপ মরিস' একাই দিয়েছে ২২ কোটি মার্কিন ডলার।
১৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলার আদায় হয়েছে ব্রেভারেজ কর্পোরেশন 'পেপসি-কো' থেকে। এছাড়া মার্স থেকে ৯ কোটি ৯০ লাখ এবং গ্যাম্বেল থেকে ৬ কোটি ৭০ লাখ ডলার শুক্ল আদায় করেছে মস্কো।