মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

গাজায় গণহত্যা ঠেকাতে ব্যবস্থা নেয়ার নির্দেশ আইসিজে'র

ফিলিস্তিনের গাজায় গণহত্যা ঠেকাতে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত। দক্ষিণ আফ্রিকার করা এক মামলার রায়ে ইসরাইলকে এ নির্দেশ দেয় আইসিজে।

ইসরাইলের বিরুদ্ধে গাজার ফিলিস্তিনিদের গণহত্যার অভিযোগ এনে গেল ২৯ ডিসেম্বর আইসিজে'তে মামলা করে দক্ষিণ আফ্রিকা। পরে ১১ ও ১২ জানুয়ারি সেই মামলার শুনানি হয়।

মামলায় অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের নারকীয় হত্যাযজ্ঞের সব প্রমাণ দাখিল করে দক্ষিণ আফ্রিকা। তুলে ধরা হয় গাজা ভূ-খণ্ডে ইসরাইলের স্থল অভিযানের স্থির চিত্র ও ভিডিও ফুটেজ।

আদালতে নিজেদের পক্ষে সাফাই গায় তেল আবিব। তবে ইসরাইলের সেই যুক্তি ধোপে টেকেনি আন্তর্জাতিক বিচার আদালতে। শুক্রবার (২৬ জানুয়ারি) রায় ঘোষণা করা হয় বহুল প্রতীক্ষিত সেই মামলার।

নেদারল্যান্ডসে হেগ'এ আন্তর্জাতিক বিচার আদালত-আইসিজের রায়ে গাজায় গণহত্যা ঠেকাতে ব্যবস্থা নিতে ইসরাইলকে নির্দেশ দেয়া হয়।

আইসিজের প্রধান বিচারক জোয়ান ডোনাগু বলেন, 'বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ইসরাইলকে অবশ্যই গাজায় গণহত্যা বন্ধ করতে হবে। ইসরাইলের সেনাবাহিনীকেও এ বিষয়টি নিশ্চিত করতে হবে।'

এছাড়া ইসরাইলকে এক মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশও দেয় আইসিজে। গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশের বিষয়ে তেল আবিব কোন বাধা দিতে পারবে না বলেও জানায় আদালত।

আইসিজের এ রায়কে স্বাগত জানিয়ে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো দেশই আইনের উর্ধ্বে নয়। আর এটা ইসরাইলের জন্য কঠোর হুঁশিয়ারি। দেশটির স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসও আইসিজের রায়ের প্রতি পূর্ণ শ্রদ্ধা জানায়।

তবে এই রায়ে কোনভাবেই সন্তুষ্ট হতে পারছে না ইসরাইল। তাৎক্ষণিক ভিডিও বার্তায় দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু জানান, নিজেদের আত্মরক্ষায় হামাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

নেতানিয়াহু বলেন, 'আন্তর্জাতিক আদালতে প্রতিশ্রুতিবদ্ধ ইসরাইল। তবে ইসরাইলবাসীর আত্মরক্ষার অধিকার রয়েছে। আমাদের মৌলিক সেই অধিকার অগ্রাহ্য করার কোন উপায় নেই। আত্মরক্ষায় হামাসের বিরুদ্ধে ইসরাইলের অভিযান চলবেই।'

আইসিজের এই রায়কে বড় বিজয় বলে উল্লেখ করেছে দক্ষিণ আফ্রিকা।

এসএস