মারাত্মক বিপদে গাজাবাসী : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

গাজা উপত্যকার শরণার্থী শিবির, হাসপাতাল এবং আবাসিক এলাকা লক্ষ্য করে ধ্বংসযজ্ঞের মাত্রা বাড়িয়েছে ইসরাইলি বাহিনী। মধ্যাঞ্চলেও স্থল অভিযান জোরদার করা হয়েছে।

টানা আড়াই মাস ধরে চলমান ইসরাইলি বর্বরতায় গাজা ভূখণ্ডে প্রাণহানি ২১ হাজার ছাড়িয়েছে। স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙে পড়াসহ চরম মানবিক সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে গাজাবাসী মারাত্মক বিপদের মধ্যে রয়েছে বলে দাবি বিশ্ব স্বাস্থ্য সংস্থার।

এদিকে রামাল্লাহসহ পশ্চিমতীরের বেশ কয়েকটি শহরে প্রাণঘাতী হামলা চালাচ্ছে ইসরাইলের দখলদার বাহিনী। এতে বহু ফিলিস্তিনি হতাহতের শিকার হয়েছেন। এমনকি পশ্চিমতীরের বিভিন্ন মুদ্রা বিনিময় প্রতিষ্ঠান থেকে ২৫ লাখ ডলার বাজেয়াপ্ত করেছে ইসরাইল।