যুদ্ধ , এশিয়া
বিদেশে এখন
0

রাখাইনে আরাকান আর্মি-জান্তা বাহিনীর সংঘাত চরমে

মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি আর জান্তা বাহিনীর সংঘাত চরমে পৌঁছেছে। এরমধ্যেই বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দাবি, এখানকার একটি গ্রামে জান্তা বাহিনীর ভয়াবহ হামলায় প্রাণ গেছে অন্তত ৪০ জনের।

বুধবার মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় আরাকান আর্মি নিয়ন্ত্রিত রাখাইন রাজ্যের রামরি দ্বীপের কিয়াউক নি মাও গ্রামে ভয়াবহ হামলা চালায় জান্তা। বোমা হামলায় আগুন লেগে পুড়ে যায় গ্রামের অনেক ঘরবাড়ি। আহত হন অনেকেই। এই রামরি দ্বীপ ইয়াঙ্গুন থেকে ৩৪০ কিলোমিটার দূরে অবস্থিত।

২০২৩ সালের নভেম্বর থেকে জান্তাবিরোধী অভিযান চালিয়ে এখন পর্যন্ত রাখাইনের ১৭ টি টাউনশিপের ১৪ টিও দখলে চলে গেছে আরাকান আর্মির।

২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর থেকে দেশটিতে সেনা শাসন বজায় রাখতে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে জান্তা সরকার। ফলশ্রুতিতে বিভিন্ন রাজ্যে বিদ্রোহীদের সঙ্গে বাড়ছে সংঘাত

এএইচ