পরিবেশ ও জলবায়ু , এশিয়া
বিদেশে এখন
0

চীনের সাংহাইতে তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস

তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে চীনের সাংহাইতে। এর ফলে প্রথমবার দাবদাহ জনিত রেড অ্যালার্ট জারি হয়েছে বাণিজ্য নগরীটিতে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সাংহাইয়ের বান্ড এলাকায় থার্মাল ক্যামেরায় ভূপৃষ্ঠের তাপমাত্রা প্রায় ৬১ ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে ছায়াঘেরা এলাকায় অলস সময় পার করছেন পর্যটকরা। জুলাই মাস ছিল সাম্প্রতিককালে চীনের উষ্ণতম মাস।

ইয়াংৎজে নদীর নিম্নাঞ্চলীয় সমতলে বৃহস্পতিবারও তাপমাত্রা ছিল ঊর্ধ্বমুখী। সাংহাই, নানজিং, হাংঝৌসহ বিভিন্ন প্রাদেশিক রাজধানীতে আগামী এক সপ্তাহ সূর্যের আঁচ এমনই তীব্র থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর