ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, গত ১৩ জুলাই আইডিএফ যুদ্ধবিমান খান ইউনিস এলাকায় আঘাত হানে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে, বিমান হামলায় দেইফ নিহত হয়েছেন।
দেইফ নিহত হওয়ার বিষয়ে ইসরাইলি সেনাবাহিনীর বিবৃতির প্রেক্ষিতে হামাস কোনো মন্তব্য করে নি। গত ৭ অক্টোবর হামাস যে হামলা চালিয়েছিল সেটির মাস্টারমাইন্ড হিসেবে দেইফকে দায়ী করা হয়েছে।
হামাসের অন্যতম প্রভাবশালী এই ব্যক্তি ৩০ বছরেরও বেশি সময় ধরে হামাসের বিভিন্ন পদে কাজ করেছেন। এ সময়ি তিনি সুড়ঙ্গ এবং বোমা তৈরির দক্ষতাও বাড়িয়েছেন বলে জানা গেছে। তিনি কয়েক দশক ধরে ইসরাইলের মোস্ট ওয়ান্টেড তালিকার শীর্ষে রয়েছেন দেইফ।
মোহাম্মদ দেইফ হামাস আন্দোলনের সামরিক শাখা ইজ্জেদিন আল–কাসাম ব্রিগেডের প্রধান ছিলেন।