যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি কমাতে চলতি বছরে এই নিয়ে দ্বিতীয় বার সুদহার কমানোর সিদ্ধান্ত নিলো মার্কিন কেন্দ্রীয় ব্যাংক।
চলতি বছরের শুরু থেকেই শ্রমবাজার স্থিতিশীল হতে শুরু করায় কমছে বেকারত্ব। বর্তমানে ফেডের নির্ধারিত সুদহার ৪ দশমিক ৫০ থেকে ৪ দশমিক ৭৫ শতাংশ। এই খবরে যুক্তরাষ্ট্র ও এশিয়ার শেয়ারবাজারে চাঙাভাব দেখা গেছে।
এদিকে নির্বাচনের ফলাফল বিবেচনায় কেন্দ্রীয় ব্যাংকের নীতিতে কোনো পরিবর্তন আনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ফেডের চেয়ারম্যান জেরেমি পাওয়েল।
পাশাপাশি তিনি এটিও বলেছেন, ‘ডোনাল্ড ট্রাম্প যদি তাকে পদত্যাগ করতে বলেন, এরপরও তিনি পদত্যাগ করবেন না।’





