আন্তর্জাতিক বাণিজ্য
0

ইভি কারখানার উন্নয়নে বিনিয়োগ করবে জাগুয়ার ল্যান্ড রোভার

হেলউডে থাকা কারখানার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বিদ্যুচ্চালিত গাড়ি তৈরিতে ৫০ কোটি পাউন্ড বা ৬৬ কোটি ৯৬ লাখ ডলার বিনিয়োগ করবে জাগুয়ার ল্যান্ড রোভার (জেএলআর)। জীবাশ্ম জ্বালানি থেকে বৈদ্যুতিক গাড়ির বাজারে প্রবেশের অংশ হিসেবে যুক্তরাজ্যের গাড়ি নির্মাতা কোম্পানি এ উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।

চীনের বাজারে বর্তমানে বিদ্যুচ্চালিত গাড়ির চাহিদা ও প্রতিযোগিতা ক্রমশ বাড়ছে। ফলে গাড়ি নির্মাতাদের ওপর ইলেকট্রিফিকেশনের চাপও বাড়ছে। এদিক বিবেচনায় ইভি কারখানার উন্নয়নে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে কোম্পানি সূত্রে জানা গেছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, ২০২৮ সাল নাগাদ ইভির উন্নয়নে কোম্পানিটি ১ হাজার ৮০০ কোটি পাউন্ড বিনিয়োগ করবে জাগুয়ার। এছাড়াও ২০২৫ সালে নতুন মডেলের ইভি বাজারে আনবে বলেও অঙ্গীকার ব্যক্ত করেছে।

জেএলআরের বিনিয়োগের সঙ্গে কোম্পানির রিইমাজিন কৌশল রয়েছে। এর অংশ হিসেবে ২০৩০ সালের মধ্যে সব গাড়িকে ইভিতে রূপান্তর করা হবে। এছাড়াও ২০৩৯ সাল নাগাদ সরবরাহ চেইন, পণ্য ও সার্বিক কার্যক্রমকে শূন্য কার্বন নির্ভর করে তোলার কথাও জানিয়েছে।

জেএলআরের ইন্ডাস্ট্রিয়াল অপারেশনস বিভাগের নির্বাহী পরিচালক বারবারা বার্গমেয়ার বলেন, বিদ্যুচ্চালিত গাড়ি তৈরির দিক থেকে আমাদের প্রথম কারখানা হবে হেলউড। সেই সঙ্গে আধুনিক এ কারখানা স্থাপনে আমাদের দল যে প্রচেষ্টা চালিয়েছে তার অন্যতম উদাহরণ এটি।’

কোম্পানি আরো জানায়, মাঝারি আকারের বিদ্যুচ্চালিত এসইউভি তৈরির জন্য ২৫ কোটি পাউন্ড বিনিয়োগের মাধ্যমে মার্সেসাইড সাইটকে পরিবর্তন করা হয়েছে। বর্তমানে এখানে ইভি তৈরির লাইন, সাড়ে সাতশো স্বয়ংক্রিয় রোবট ও ক্লাউডনির্ভর প্ল্যান্ট ম্যানেজম্যান্ট সিস্টেম রয়েছে।


এএইচ