আন্তর্জাতিক বাণিজ্য
0

তাপীয় কয়লা রপ্তানিতে কলম্বিয়াকে ছাড়িয়ে শীর্ষে রাশিয়া

দক্ষিণ কোরিয়ায় তাপীয় কয়লা রপ্তানিতে প্রথমবারের মতো কলম্বিয়াকে ছাড়িয়ে গেছে রাশিয়া। সংশ্লিষ্টদের মতে, পণ্য পরিবহনে জাহাজ ভাড়া ও সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় কলম্বিয়া থেকে রপ্তানি কমেছে। হেলেনিক শিপিং নিউজে প্রকাশিত খবরে এ তথ্য জানা গেছে।

গত বছরের শেষ দিকে রাষ্ট্র মালিকানাধীন বিদ্যুৎ কোম্পানিগুলোকে স্পট মার্কেট থেকে রাশিয়ান তাপীয় কয়লা কেনাে থেকে বিরত থাকার নির্দেশনা দেয় দক্ষিণ কোরিয়া সরকার। ফলে এর পরের কয়েক মাসে কলম্বিয়া থেকে আমদানি উল্লেখযোগ্য হারে বাড়ে এবং রাশিয়া শীর্ষস্থান হারায়।

অন্যদিকে জুলাই মাসে কলম্বিয়ায় ভারি বৃষ্টিপাত শুরু হয়। এতে তাপীয় কয়লার উৎপাদন, আটলান্টিক ও এশিয়া-প্যাসিফিকের মধ্যে জাহাজ ভাড়া বৃদ্ধিসহ বিভিন্ন সমস্যা দেখা দেয়। আর এতে কলম্বিয়া থেকে কয়লা রফতানি কমতে থাকে। বিপরীতে রাশিয়ান তাপীয় কয়লার সরবরাহ বাড়তে থাকে।

এসঅ্যান্ডপি গ্লোবাল কমোডিটিসের তথ্যানুযায়ী, জুলাই মাসে রাশিয়া থেকে ২০ লাখ টন তাপীয় কয়লা আমদানি করেছে। যেখানে কলম্বিয়া শুধু ৭ লাখ টন কয়লা রফতানি করেছে।

কলম্বিয়াভিত্তিক এক উৎপাদনকারী জানায়, সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় কলম্বিয়া থেকে রফতানি কমেছে। যে-সব এলাকায় খনি রয়েছে সেসব জায়গায় ভারি বৃষ্টিপাত হয়েছে, যা উৎপাদন ও রপ্তানি কার্যক্রমের জন্য ক্ষতিকর।

বাজার বিশ্লেষক ও সংশ্লিষ্টদের তথ্যানুযায়ী, তাপীয় কয়লার দামও হয়ত দক্ষিণ কোরিয়াকে সরবরাহকারী পরিবর্তনের ক্ষেত্রে সিদ্ধান্ত পরিবর্তনে বাধ্য করেছে। কেননা রাশিয়া থেকে উচ্চ ক্যালোরিফিক মাত্রার তাপীয় কয়লা কম দামে আমদানি করা যাচ্ছে।

তারা আরো জানান, এপ্রিলের শেষে রাশিয়ান সরকার তাপীয় কয়লার ওপর আরোপিত রপ্তানি শুল্ক প্রত্যাহার করে নেয়। এর প্রভাবে দেশটির উৎপাদনকারীরা অস্ট্রেলিয়া, কলম্বিয়া এবং দক্ষিণ আফ্রিকার সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে ছিল।

এএইচ

এই সম্পর্কিত অন্যান্য খবর