মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষে বিলটির পক্ষে ভোট পড়েছে ৩৬০টি। এর বিরোধীতা করেছেন ৫৪ জন। এই বিলটি আগামী সপ্তাহে সিনেটে উথ্থাপন করা হতে পারে। সিনেটে পাস হলে যুক্তরাষ্ট্রে একটি কোম্পানি বন্ধ করার মতো নজিরবিহীন ঘটনা ঘটবে।
প্রেসিডেন্ট জো বাইডেন এরইমধ্যে জানিয়েছেন, সিনেটে পাস হওয়ার পরই তিনি এই বিলে সাক্ষর করবেন। এ মাসের শুরুতে চীনা প্রেসিডেন্ট শি জিংপিংয়ের সঙ্গে টেলিফোনে কথোপকথনে টিকটক নিয়ে উদ্বেগের কথা জানিয়েছিলেন বাইডেন।
এদিকে টিকটক নিষিদ্ধের বিরোধিতা করেছেন টেসলাপ্রধান ইলন মাস্ক।
শুধুমাত্র আমেরিকাতেই টিকটকের ১৭০ মিলিয়ন ব্যবহারকারী আছেন। তরুণ প্রজন্মের মাঝে টিকটকের জনপ্রিয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা কর্মকর্তারা। এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করে চীন সরকারের হাতে তুলে দেয়া হয় বলে অভিযোগ রয়েছে। এছাড়া টিকটককে বেইজিংয়ের অধীন এবং এর মাধ্যমে অপপ্রচার ছড়ানোর অভিযোগ রয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে চীন ও বাইটড্যান্স।