কিছু অভিযোগ থাকলেও প্রচার ও ভোটের পরিবেশ স্বাভাবিক আছে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার। ভোটের প্রচারে বাধা বা ভয়ভীতি প্রদর্শন করলে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন তিনি।
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, 'নির্বাচনের পরিবেশ ভালো আছে। তবে কিছু জায়গায় পোস্টার ছেঁড়া ও আগুন লাগানো হয়েছে। কিন্তু মোটাদাগে কোনো অভিযোগ আসেনি। প্রচারে বাধা বা ভয় দেখানোর বিষয়ে কেউ অভিযোগ জানালে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।'
প্রার্থীরা কোন বাধা ছাড়া নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।