বাজেট প্রতিক্রিয়া
বাজেট ২০২৪-২৫
0

বাজেটে সাহসী পদক্ষেপ নেই, এটা গতানুগতিক: সিপিডি

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে গতানুগতিক বাজেট বলে মন্তব্য করেছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। উদ্ভাবনী ও সাহসী পদক্ষেপ এই বাজেটে নেই বলেও জানায় সংস্থাটি।

আজ (বৃহস্পতিবার, ৬ জুন) বিকেলে বাজেট নিয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানায় সংগঠনটি।

সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, 'আইএমএফের লক্ষ্যমাত্রা অর্জনের বাজেট দিয়েছে সরকার। তবে এই বাজেটেও ঋণের ওপর ভরসা বাড়বে সরকারের।'

তিনি বলেন, 'মোবাইলে কথা বলার ওপর টকটাইম বৃদ্ধি, বিনোদনের ওপর কর আরোপ বৃদ্ধি, সেসব কিছুর প্রভাব সাধারণ জনগণের ওপরই বর্তাবে। উদ্ভাবনী ও সাহসী পদক্ষেপ প্রস্তাবিত এ বাজেটে নেই, চ্যালেঞ্জিং সময়ে এই বাজেট আরও সাহসী হতে পারতো, তবে সেটা হয় নি। আগের বাজেটগুলোর মতোই হয়েছে। এই বাজেট কোনো দিক নির্দেশনা দিতে পারে নাই।'

কালো টাকা সাদা করার ব্যাপারটা সামগ্রিকভাবে মেনে নেয়া যায় না বলেও জানান সিপিডির নির্বাহী পরিচালক। তিনি বলেন, 'কিছু কিছু গোষ্ঠীর সুবিধার জন্য এই বাজেট করা হয়েছে। এটা গ্রহণযোগ্য নয়, এটা থেকে সরকারের খুব একটা লাভও হবে না।'

বাজেটে জাতীয় রাজস্ব বোর্ডের লক্ষ্যমাত্রা নিয়ে সিপিডি জানায়, জাতীয় রাজস্ব বোর্ডের যে লক্ষ্যমাত্রা দেয়া হয়েছে সেটি গত ১০ বছরেও পূরণ হয়নি। ২০২৪-২৫ অর্থবছরের বাজেটের এ ৮২ হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রা পূরণ হবে না। এই লক্ষ্যমাত্রা বাস্তবসম্মত হওয়া দরকার বলেও জানানো হয় সংস্থাটির পক্ষ থেকে।

এছাড়াও মূল্যস্ফীতি ৯ শতাংশ থেকে ১ বছরের মধ্যে সাড়ে ৬ শতাংশে আনাটা চ্যালেঞ্জ বলে জানিয়েছে সিপিডি।

এসএস