শিক্ষা

‘রৌপ্য ব্যাঘ্র' পদক পেলেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব

প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ বাংলাদেশ স্কাউটস এর সর্বোচ্চ 'রৌপ্য ব্যাঘ্র' পদক অর্জন করায় আজ (বৃহস্পতিবার, ১৬মে) বিকেলে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে শুভেচ্ছা জানান।

এ সময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাসুদ আকতার খান, যুগ্ম সচিব মো. আসাদুজ্জামান, নুরুন্নাহার প্রমুখসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অ্যাওয়ার্ড সাইটেশনে বাংলাদেশ স্কাউটস জানায়, স্কাউটার ফরিদ আহাম্মদ ছাত্রজীবনে একজন রোভার স্কাউট ছিলেন। বয়স্ক নেতা হিসেবেও স্কাউটিংয়ের সাথে সক্রিয়ভাবে যুক্ত থেকে স্কাউট আন্দোলনের সার্বিক উন্নয়ন ও সম্প্রসারণে নিরবিচ্ছিন্নভাবে ৩৫ বছর ধরে অবদান রাখছেন।

স্কাউট আন্দোলনের সার্বিক উন্নয়ন, সম্প্রসারণ, ব্যবস্থাপক ও প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন, মুক্ত স্কাউট গ্রুপ বা ইউনিট পরিচালনার সকল পর্যায়ে নিরবচ্ছিন্ন ও অব্যাহতভাবে অত্যন্ত নিষ্ঠা, বিশ্বস্ততা ও দক্ষতার সাথে তার উপর অর্পিত সকল দায়িত্ব ও কর্তব্য সম্পাদন করেছেন তিনি।

সুদীর্ঘকাল স্কাউটিং এর উন্নয়ন ও সম্প্রসারণে তার অনবদ্য, ধারাবাহিক ও অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে 'রৌপ্য ব্যাঘ্র' অ্যাওয়ার্ড দেয়া হয়।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর