শিক্ষা
0

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, প্রর্থনা করছেন অভিভাবকরা

প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে 'বিজ্ঞান ইউনিট'-এর স্নাতক প্রোগ্রামের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে।

পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগেই নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছেন পরীক্ষার্থীরা। বেলা ১১টায় পরীক্ষা শুরু হয়ে দুপুর সাড়ে ১২টায় শেষ হয়।

ভেতরে স্বপ্নের বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধতে অংশ নিয়েছেন শিক্ষার্থীরা, আর বাইরে তাদের জন্য অপেক্ষায় ছিলেন অভিভাবকরা। পরীক্ষার হলে তাদের সন্তান কী করছে? প্রশ্নের সঠিক উত্তর দিতে পারছে কি না? সেটি ভেবেই তাদের চিন্তার যেন শেষ নেই।

অভিভাবকদের মধ্যে কেউ গল্প করছেন, আবার কেউ সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন। নিজের সন্তান বা ছোট ভাই-বোনের জন্য চিন্তার যেন শেষ নেই তাদের।

এই ইউনিটের পরীক্ষায় ১ হাজার ৮৫১টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ১ লাখ ২২ হাজার ১৮৪টি। সে হিসাবে প্রতিটি আসনের জন্য ৬৬ জন শিক্ষার্থী লড়াই করেছেন।

পরীক্ষায় সময় ১ ঘণ্টা ৩০ মিনিট। এর মধ্যে ৬০ নম্বরের এমসিকিউ অংশের জন্য বরাদ্দ ছিল ৪৫ মিনিট। ও ৪০ মার্কের লিখিত অংশের জন্য বরাদ্দ ছিল ৪৫ মিনিট।

বিশ্ববিদ্যালয়ের প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারটি ইউনিটে মোট আসন ৫ হাজার ৯৬৫টি। এ আসনে ভর্তির জন্য মোট আবেদন পড়েছে ২ লাখ ৭৮ হাজার ৯৯৬টি। সে হিসাবে আসনপ্রতি ভর্তি হতে চান ৪৭ জন।

আইবিএ অনুষদসহ মোট ২ লাখ ৮৫ হাজার ৮০৫ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'মানবিক ইউনিট' এর ও ২৪ ফেব্রুয়ারি 'বাণিজ্য ইউনিট' এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এসএস