শিক্ষা
0

নতুন বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আগামীকাল ১ জানুয়ারি (সোমবার) সারাদেশে ‘জাতীয় পাঠ্যপুস্তক উৎসব’ উদযাপিত হবে।

২০২৪ শিক্ষাবর্ষের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার (৩১ ডিসেম্বর) সকালে নিজ কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন প্রধানমন্ত্রী।

এসময় তিনি বলেন, দেশটা যেন বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে, সে লক্ষ্যে নতুন কারিকুলাম যুগোপযোগী করা হচ্ছে। আধুনিক প্রযুক্তি জ্ঞানসম্পন্ন জাতি গড়তে চায় সরকার।

২০২৪ সালে তিন কোটি ৮১ লাখ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে ৩০ কেটি ৭০ লাখ নতুন বই বিতরণ করবে সরকার। একদিন আগে ৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এসময় প্রাথমিক ও মাধ্যমিকের বিভিন্ন স্তরের ৩৭ জন শিক্ষার্থীকে এক সেট করে বই উপহার দেন সরকার প্রধান।

এসময় শেখ হাসিনা বলেন, শিক্ষিত জাতি ছাড়া কোন দেশে দারিদ্র্য দূর হয় না। তাই বহুমুখী শিক্ষা ব্যবস্থা করে দিয়েছে সরকার। স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট জনশক্তি দরকার। তাই দক্ষ জনশক্তি গড়ে তুলতে যুগোপযোগী কারিকুলাম তৈরি করা হচ্ছে বলে জানান সরকার প্রধান।

মনোযোগ দিয়ে শিক্ষার্থীদের পড়াশোনার আহ্বান জানিয়ে তিনি বলেন, নতুন বইয়ের যত্ন নিতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমাদের যেখানে নদী-খাল রয়েছে, শিক্ষার্থীদের স্কুলে যেতে কষ্ট হয়। বিশেষ করে হাওর ও পার্বত্য এলাকায় আবাসিক স্কুল তৈরি করা হয়েছে। এছাড়া তাদের যোগাযোগের সুবিধা রয়েছে এমন এলাকায় স্কুল তৈরি করেছি। এভাবে পরিকল্পিতভাবে সেই ১৯৯৬ সাল থেকে আমরা সারা বাংলাদেশে স্কুল তৈরি করা এবং শিক্ষার্থীদের শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি। শিক্ষক নিয়োগেও কিন্তু আমরা কোন কার্পণ্য করিনি। শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধি করে মর্যাদা বাড়িয়েছি।