শিল্প-কারখানা
অর্থনীতি

এনবিআরের চেয়ারম্যান সৎ হলেও তার অধীনস্থরা তা নয়: বিজিএমইএ

এনবিআরের চেয়ারম্যান সৎ হলেও তার অধীনস্থরা তা নয় বলে ক্ষোভ প্রকাশ করেছেন বিজিএমইএ সভাপতি এস এম মান্নান কচি। সোমবার দুপুরে সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের সাথে সাক্ষাৎ করেন বিজিএমইএ'র নব নির্বাচিত সদস্যরা। এসময় সাংবাদিকদের ব্রিফকালে তিনি এমনটা বলেন।

এস এম মান্নান বলেন, এনবিআরের চেয়ারম্যান সৎ হলেও তার অধীনস্থরা তা নয়। যার জন্য সবসময়ই আমাদের ভোগান্তিতে পড়তে হয়। এনবিআরের হয়রানির কথা বলতে বলতে আমরা হয়রান হয়ে গেছি।

এসময় বিজিএমইএ সভাপতি সাংবাদিকদের আরও বলেন, জিএসপি সুবিধার সময় নগদ অর্থ সহায়তার ব্যাপার উঠে গেলেও পোশাক খাতকে ভিন্নভাবে সহযোগিতা করতে হবে। তা না হলে ব্যবসা বন্ধ হয়ে যাবে। গত ১০ বছরে ৫ হাজার কারখানা থেকে ২২০০ কারখানায় নেমে এসেছে। এসময় ক্রেডিট গ্যারান্টি চালু করার দাবি জানান তিনি।

এস এম মান্নান আরও বলেন, অর্থনৈতিক অঞ্চলগুলো দ্রুত হস্তান্তর না করলে বিনিয়োগ বন্ধ হয়ে যাবে। দ্রুত কাজ শেষ করলে কর্মসংস্থান বৃদ্ধিতে বিজিএমইএ ভূমিকা রাখতে পারবে।

আমেরিকায় রপ্তানি কমে যাওয়া নিয়ে বিজিএমইএ সভাপতি বলেছেন, পোশাক মূল্য কমে যাওয়ায় এই সংখ্যা কম দেখাচ্ছে।

এরপর মন্ত্রী জানান, এনবিআর সংকট নিয়ে আগামী মন্ত্রী সভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করা হবে। এছাড়া শিল্পাঞ্চলের বাইরে কোন কারখানা করা যাবে না এটা কোন নীতি হতে পারে না সেটাও আমরা নজরে রাখবো।

এসময় আমেরিকায় রপ্তানি কমার ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, এটা অস্বাভাবিক ঘটনা না। বিশ্ব রাজনীতির যে অবস্থা সেই কারণেই এটা হয়ে থাকে। পোশাক শিল্প শুধু আমেরিকার উপর নির্ভর করে না। আমাদের বাজার বেড়েছে।

মন্ত্রী আরও বলেন, রানা প্লাজার দুর্ঘটনা নিয়ে দেশ ও দেশের বাইরে সরকারকে বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছিল। সেই পরিস্থিতি যেন আর সৃষ্টি না হয় সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান মন্ত্রী।

জাহাঙ্গীর কবির নানক বলেন, বাংলাদেশের পোশাক খাত নিয়ে নানা সময়েই নানারকম অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টির ষড়যন্ত্র করা হয়। সে ব্যাপারেও মন্ত্রী সবাইকে সতর্ক থাকার আহবান জানান।

এসএসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর