আজ (বৃহস্পতিবার, ২২ আগস্ট) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং মনিটরিংয়ের কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রতি ভরি ২২ ক্যারেট হলমার্ককৃত স্বর্ণের দাম বাড়িয়ে ১৫শ' ৪ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
এর আগে মঙ্গলবার ১৫শ' ১৬ টাকা দাম বাড়িয়ে ১ লাখ ২৪ হাজার ৫০১ টাকা নির্ধারণ করা হয়। ২১ ক্যারেট প্রতি ভরি নতুন দর ১ লাখ ২০ হাজার ২২৯ টাকা। ১৮ ক্যারেট প্রতি ভরি ১ লাখ ৩ হাজার ৯৮ টাকা।
স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ায় স্বর্ণের দাম বাড়ছে জানায় বাজুস।
এছাড়া স্বর্ণ ও রুপার বিক্রয় মূল্যের সাথে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস কর্তৃক নির্ধারিত মজুরি ৬ শতাংশ যোগ করার কথা বলা হয়েছে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।