আগামীকাল থেকে দেশের বাজারে এ নতুন দাম কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর আগে সবশেষ ১৮ আগস্ট দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ২ হাজার ৯০৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ২২ হাজার ৯৮৫ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।
নতুন দাম অনুযায়ী ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ১৮ হাজার ৮৩৩ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ১ লাখ ১ হাজার ৮৬২ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৮৪ হাজার ২১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া স্বর্ণ ও রুপার বিক্রয় মূল্যের সাথে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস কর্তৃক নির্ধারিত মজুরি ৬ শতাংশ যোগ করার কথা বলা হয়েছে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
এদিকে স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা।
উল্লেখ্য চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৩৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। যেখানে ১৯ বার দাম বাড়ানোর বিপরীতে কমানো হয়েছে ১৫ বার। আর ২০২৩ সালে দাম সমন্বয় করা হয়েছিল ২৯ বার।