চলতি সপ্তাহেই কোনো এক কার্যদিবসে এ ব্যাপারে এনবিআর থেকে আদেশ দেয়া হতে পারে বলে জানা গেছে।
এনবিআর সূত্রে জানা গেছে, সরকার ও বিভিন্ন দিক থেকে পাওয়া আর্থিক সহায়তা দিয়ে যদি শহীদ পরিবারের কেউ সঞ্চয়পত্র কেনেন, তবে তার জন্য রিটার্নের প্রাপ্তি স্বীকার জমার কোনো বাধ্যবাধকতা থাকবে না। ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার (টিআইএন) না থাকলেও দুই লাখ বা তারও বেশি টাকার সঞ্চয়পত্র কিনতে পারবেন শহীদ পরিবার।
তবে সঞ্চয়পত্র কেনায় সাধারণ নিয়ম মানতে হবে। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, নমিনির এনআইডির ফটোকপিসহ প্রয়োজনীয় কাগজ জমা দিতে হবে। বিনিয়োগের পরিমাণ দুই লাখ টাকার মধ্যে হলে নগদে পরিশোধ করা যাবে, তবে দুই লাখ টাকার বেশি হলেই তা পরিশোধ করতে হবে ব্যাংকের চেকের মাধ্যমে।
যে নামে সঞ্চয়পত্র কিনতে ইচ্ছুক, চেক দিতে হবে সেই নামের ব্যাংক হিসাবেরই। একক নামে সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে একক নামে ব্যাংক হিসাবের চেক এবং অংশিদারিত্বে সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রেও চেক দিতে হবে। মানতে হবে নমিনিসহ প্রয়োজনীয় সত্যায়ন।