আন্তর্জাতিক বাণিজ্য
অর্থনীতি
0

উৎপাদনখাত ব্রিটেনের অর্থনীতিকে ফেলে দিয়েছে নতুন সংকটে

উৎপাদনখাত ব্রিটেনের অর্থনীতিকে ফেলে দিয়েছে নতুন সংকটে। এই খাতের মন্থর গতির কারণে হুমকির মুখে পড়েছে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি আর সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের বিষয়টি। অর্থনীতিবিদরা বলছেন, ব্রিটেনের অর্থনীতিকে আরও গতিশীল করতে এখন থেকেই কার্যকর পদক্ষেপ নেয়া এই মুহূর্তে নতুন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

গেলো ৪ জুলাই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ব্রিটেনের পার্লামেন্ট নির্বাচনে জয়ী হয় লেবার পার্টি। একইসঙ্গে কনজারভেটিভ পার্টির ১৪ বছরের অর্জিত অবস্থান হয়ে পড়ে নড়বড়ে। নবনির্বাচিত সরকার দেশের অর্থনীতিকে ভঙ্গুর বলেও উল্লেখ করে। নতুন সরকার দাবি করে, আগের সরকারের মেয়াদে দেশ ২ হাজার কোটি পাউন্ড ঘাটটিতে পড়ে। ব্রিটেনের অর্থনীতির বর্তমান অবস্থা নিয়ে বিশ্লেষকরা বলছেন, বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতির দেশ যুক্তরাজ্য এখন জাতীয় পর্যায়ে দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে।

রেনমিন ইউনিভার্সিটি অব চায়নার সিনিয়র ফেলো জন রস বলেন, ‘ব্রিটেনের অর্থনীতির অবস্থা গুরুতর। অর্থনীতি ভেঙে পড়বে না। কিন্তু এই পরিস্থিতি চলবে অনেকদিন। ব্রিটেনের প্রবৃদ্ধি এখন শূন্য দশমিক তিন শতাংশ । এটা কোন প্রবৃদ্ধি না। এর মানে এই না কয়েক মাস বা এক বছরে দেশের অর্থনীতির এই অবস্থা হয়নি। দশকের পর দশক সময় নিয়ে এমন হয়েছে।’

অর্থনীতিবিদরা বলছেন, উৎপাদন খাতের কার্যক্রমে ধীরগতি আসায় ব্রিটেনের অর্থনীতি এখন কঠিন সময় পার করছে। যেই পরিস্থিতি এড়িয়ে যাওয়ার কোন সুযোগ নেই। এরমধ্যে জিডিপি প্রবৃদ্ধির ধীরগতি অর্থনীতিকে আরও মন্দার দিকে নিয়ে যাচ্ছে, চলে যেতে পারে স্থবিরতার দিকে।

অর্থনীতিবিদ মার্ক ওস্টওয়াল্ড বলেন, ‘ব্রিটেনের অর্থনীতিতে লুপহোল তৈরি হয়েছে। এখন ব্রিটেনের অর্থনীতি সেই পথে গেছে, যেই পথে ৩৫ থেকে ৪০ বছর আগে ছিলো। সবই হয়েছে উৎপাদন খাতের ধীরগতির কারণে।’

ব্রিটেনের অর্থনীতি চাঙা করতে উৎপাদন খাতের ভূমিকা অনেক। বিশেষজ্ঞরা বলছেন, ব্রিটেন সরকারের উচিত যতদ্রুত সম্ভক এমন কোন নীতি বাস্তবায়ন করা, যাতে উৎপাদন খাত ঘুরে দাঁড়ায়। আর এটি সম্ভব হলে, দেশের অর্থনীতির চাকা আরও গতিশীল হওয়ার পাশাপাশি বাড়বে উৎপাদন।

সেন্টার ফর ইকোনমিক্স এন্ড বিজনেস রিসার্চের প্রধান নির্বাহী নিনা স্কেরো বলেন, ‘উৎপাদন খাত ব্রিটেনের অর্থনীতির জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। অন্যান্য দেশের সঙ্গে তুলনা করার মতো ঘটনা। উন্নত অর্থনীতির দেশগুলো, যুক্তরাষ্ট্র আর ইউরোপের শীর্ষ অর্থনীতির দেশের তুলনায় ব্রিটেনের অর্থনীতির অবস্থা খারাপ। যুক্তরাষ্ট্রের মানুষ যদি সেপ্টেম্বর থেকে কাজ করা বন্ধ করে দেয়, এরপরও তাদের উৎপাদন ব্রিটেনের এক বছরের উৎপাদনের সমান থাকবে।’

অন্যান্য যেকোন সময়ের তুলনায় বর্তমানে অনেক বেশি চ্যালেঞ্জের মুখে পড়েছে ব্রিটেনের অর্থনীতি। আশপাশের দেশগুলোর তুলনায় ব্রিটেনের উৎপাদন খাত এখন অনেক বেশি পিছিয়ে। আর একে আগের অবস্থানে ফিরিয়ে নিতে দেউলিয়া হওয়ার আগেই দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার পরামর্শ অর্থনীতিবিদদের।

tech