সোমবার (৪ মার্চ) রাজধানীর ওসমানী উদ্যানে জেলা প্রশাসক সম্মেলন ২০২৪-এর বাণিজ্য মন্ত্রণালয়ের সেশন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের মন্ত্রণালয় থেকে মূলত প্রস্তাবনা ছিল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কীভাবে তারা ভূমিকা রাখতে পারে। তাদের (ডিসিদের) পক্ষ থেকে একটি প্রস্তাব ছিল ১৯৫৬ সালের এসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট যুগোপযোগী করা।’
এ সময় তিনি বলেন, ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসকরা কাজ করবে।’ ফ্যামিলি কার্ড সুবিধার আওতায় ১ কোটি পরিবারের তালিকা হালনাগাদের নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।
আহসানুল ইসলাম টিটু বলেন, ‘ভোগান্তি কমাতে আগামী অর্থবছরের আগে টিসিবির ট্রাক নয়টি স্থায়ী দোকানের মাধ্যমে পণ্য বিতরণ করা হবে।
আসন্ন রমজানে দ্রব্যমূল্য প্রসঙ্গে তিনি বলেন, ‘রোজার আগেই ভারত থেকে চিনি ও পেয়াজ আসবে।’ রমজানে কোনো পণ্যের দাম ঊর্ধ্বমুখী হবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন বাণিজ্য প্রতিমন্ত্রী।
তিনি জানান, উৎপাদন বিপণন সব পর্যায়ে ডিসিরা রমজান পণ্য বাজার নিবিড় পর্যবেক্ষণ করবে জেলা প্রশাসকরা।