সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু

এখন জনপদে
0

সাতক্ষীরায় ভোমরা স্থলবন্দরে সড়ক দুর্ঘটনায় আহত যুবক ছাতিন ইশরাক (১৯) ও রিপন সরকার (২০) মারা গেছে।

নিহত রিপন সরকার সাতক্ষীরা পৌর শহরের পারকুখরালী এলাকার স্বপন সরকারের ছেলে।

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ (বুধবার, ২৬ মার্চ) ভোর রাত দেড়টার দিকে সে মারা যায়।

এর আগে সোমবার (২৪ মার্চ) বিকাল পৌনে পাঁচটার দিকে খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ছাতিন ইশরাক (১৯) নামের এক যুবক।

এছাড়া গুরুতর আহত অবস্থায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে এখনো চিকিৎসাধীন রয়েছে শহরের পারকুখরালী এলাকার সুশীল মাস্টারের ছেলে চন্দন (২০)।

গত সোমবার (২৪ মার্চ) দুপুরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এলাকায় দ্রুতগতির একটি ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দিলে ছাতিন ইশরাক, রিপন সরকার ও চন্দন নামে তিন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়।

এসএস