আজ (বুধবার, ২৬ মার্চ) বেলা ১১টায় কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের চিকনীরচর এলাকার ভুরভুরিয়া বিলের উত্তর পাশের এক বিস্তীর্ণ পতিত জমিতে অনুষ্ঠিত হয় এ নামাজ ও দোয়ার আয়োজন। নামাজে ইমামতি করেন স্থানীয় মসজিদের খতিব মাওলানা হেলাল উদ্দিন দেওবন্দী। নামাজ শেষে তিনি খুতবা পাঠ করেন এবং সারাদেশের জন্য শান্তিময় বৃষ্টির বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ ধর্মীয় কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা ক্বারি আব্দুল খালেক, চিকনীরচর মধ্য জামে মসজিদের সেক্রেটারি আনোয়ার হোসাইন, সাবেক ইউপি সদস্য সেলিম মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিগণ।
নামাজে অংশ নিতে আসা মুসল্লিরা বলেন, মানুষের কর্ম ও আচরণে পরিবর্তন না এলে প্রকৃতির আচরণও কঠোর হয়ে ওঠে। তাই নিজের সংশোধনের পাশাপাশি আল্লাহর রহমত কামনাই এখন একমাত্র ভরসা। ধর্মীয় এ আয়োজনে বৃষ্টির পাশাপাশি জাতির শান্তি, সুস্থতা ও সমৃদ্ধির জন্যও বিশেষ দোয়া করা হয়।
স্থানীয়রা জানান, এমন উদ্যোগে অংশগ্রহণ করে তাঁরা একধরনের আত্মিক প্রশান্তি অনুভব করেছেন। সবার প্রত্যাশা, মহান আল্লাহ তায়ালা যেন শিগগিরই কল্যাণকর বৃষ্টির মাধ্যমে দেশ ও জাতিকে শান্তি দান করেন।