এ সময় তারা জানান, বিদ্যমান এভিয়েশন সিকিউরিটি ফোর্স দক্ষতা ও পেশাদারিত্বের সাথে বিমানবন্দরের সব শাখায় দায়িত্ব পালন করছে। এক্ষেত্রে বিমানবাহিনীর জনবল দিয়ে নতুন করে আরো একটি ফোর্স গঠনের কোনো প্রয়োজন নেই।
এতে এভিয়েশন সিকিউরিটি ফোর্সের অস্তিত্ব হুমকির মুখে পড়বে এবং বিমানবন্দরের সার্বিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়বে।
সমাবেশের পর পরিচালক বরাবর ছয় দফা দাবি বাস্তবায়নে স্মারকলিপি জমা দেন আন্দোলনকারীরা। স্মারকলিপিতে বিমানবাহিনীর ৭০ শতাংশ জনবল দিয়ে পৃথক ফোর্স গঠন বন্ধ এবং এভিয়েশন সিকিউরিটি ফোর্সকে অকার্যকর করার কার্যক্রম বন্ধসহ বেবিচকের বর্তমান জনবল কাঠামো অনুযায়ী জনবল নিয়োগ, বেবিচকের পর্ষদে বৈষম্য দূর করে বেবিচকের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে বলা হয়।