পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্মচারী কল্যাণ পরিষদের পুরস্কার বিতরণী

.
এখন জনপদে
0

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্মচারী কল্যাণ পরিষদের বার্ষিক শিক্ষা বৃত্তি, শিক্ষা প্রণোদনা, সম্মাননা প্রদান, ইফতার সামগ্রী বিতরণী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ (রোববার, ১৬ মার্চ) কর্মচারী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে ইফতারপূর্ব উন্নয়ন বোর্ডের মাইনী মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত অনুপ কুমার চাকমা, এনডিসি, পিএসসি।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি আমিনুর রশিদ বুলবুলের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি বোর্ডের ভাইস চেয়ারম্যান রিপন চাকমা, সদস্য পরিকল্পনা সুমন বড়ুয়া, সদস্য অর্থ মো. জসীম উদ্দিন, সদস্য প্রশাসন সুজন চৌধুরী ও সদস্য বাস্তবায়ন জাহিদ ইকবাল।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান অনুপ কুমার চাকমা উন্নয়ন বোর্ডের কর্মচারীদের দাবির মধ্যে শূন্যপদে নিয়োগ, পদন্নোতি, কর্মচারীদের আবাসন ব্যবস্থা, কর্মদক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ, গ্র্যাচুইটি ও পেনশন সুবিধা সরকারি নীতিমালা মেনে যতটা সম্ভব বাস্তবায়নের আশ্বাস দেন চেয়ারম্যান।

একইসাথে তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়নে বোর্ডের কর্মচারীদের নিজ নিজ দায়িত্ব দক্ষতার সাথে পালনের আহবান জানান।

এর আগে বোর্ডের কর্মচারীদের সন্তানদের বার্ষিক শিক্ষা বৃত্তি, শিক্ষা প্রণোদনা, অবসরপ্রাপ্ত কর্মচারীদের সম্মাননা প্রদান, কর্মচারীদের ইফতার সামগ্রী বিতরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।

এএইচ