গতকাল (শুক্রবার, ১৪ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস এলাকায় এই ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, মির্জাপুর বাইপাস এলাকায় উত্তরবঙ্গ থেকে আসা একটি আলুর ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর উল্টে যায়।
দুর্ঘটনাকবলিত ট্রাকটি থেকে আলু অন্য ট্রাকে তোলার সময় পেছন থেকে আরেকটি ট্রাক এসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইলিয়াস নামে এক শ্রমিক নিহত হন।
এসময় ট্রাকের পাশে থাকা গোড়াই হাইওয়ে থানার ওসি মাসুদ খান, সার্জেন্ট ও দুই পুলিশ সদস্যসহ ৬জন আহত হন। পরে, আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।