এ সময় আরো উপস্থিত ছিলেন বিজিবির উপমহাপরিচালক ও খুলনা সেক্টরের কমান্ডার কর্নেল মো. মেহেদী হাসান চৌধুরী, সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক ও সহকারী পরিচালক মো. মাসুদ রানা।
অনুষ্ঠানে জানানো হয়, সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন ৫৪ কিলোমিটার সীমান্ত এলাকায় ১২টি বিওপি ও দুইটি বিশেষ ক্যাম্পের মাধ্যমে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করে আসছে। এর মধ্যে কলারোয়ার চন্দনপুর ইউনিয়নে হিজলদি ও চান্দুড়িয়ায় দুটি বিওপি রয়েছে। যার মধ্যকার দূরত্ব ১০ কিলোমিটারেরও বেশি। এই দীর্ঘ সীমান্তে নিরাপত্তা সুসংহতকরণে নতুন একটি বিওপির প্রয়োজনীয়তার প্রেক্ষাপটে সুলতানপুর বিওপি স্থাপন করা হয়েছে।
এদিকে, সুলতানপুর বিওপির উদ্বোধন উপলক্ষে স্থানীয় দুস্থ, অসহায়, অসচ্ছল রোগী ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ, মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিজিবি।
এই অনুষ্ঠানে অতিরিক্ত মহাপরিচালক মো. হুমায়ুন কবির প্রত্যাশা ব্যক্ত করে বলেন, অবৈধ উপায়ে মানুষ পারাপার ও পাচার ঠেকাতে সুলতানপুর বিওপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।