কর্পোরেট
0

বন্যার্তদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এশিয়াটিক থ্রিসিক্সটির সহায়তা

সম্প্রতি বাংলাদেশে ভয়াবহ বন্যার ফলে অসংখ্য মানুষ তাদের ঘরবাড়ি হারিয়েছে। তাদের সহযোগিতার জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে সহায়তায় অংশ নিয়েছে এশিয়াটিক থ্রিসিক্সটি ও তার কর্মীরা।

'আসুন বন্যার্তদের পাশে দাঁড়াই, মানুষ বাঁচাই' আহ্বানে এশিয়াটিক থ্রিসিক্সটি পরিবারের সবাই একদিনের বেতন দিয়ে তহবিল গঠন করে। এর সঙ্গে গ্রুপের প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকেও সমান অংশ যোগ করা।

এর পর বন্যার্তদের জন্য খাদ্য, পানি, চিকিৎসা এবং অন্যান্য জরুরি প্রয়োজন মেটানোর জন্য এই অর্থের পুরোটাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে পৌঁছে দেয়া হয়।

সংস্থাটি জানিয়েছে, এশিয়াটিক থ্রিসিক্সটি সব সময়ই সমাজের কল্যাণে নিবেদিত এবং জাতির বিভিন্ন দুর্যোগপূর্ণ সময়ে তারা সক্রিয় সহযোগীর ভূমিকা পালন করে আসছে।

এমন সহযোগিতা বন্যার্তদের অসুবিধা কিছুটা হলেও লাঘব করে তাদের জীবনযাত্রার পুনর্গঠনে সহায়ক হবে বলে জানায় সংস্থাটি।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর