কর্পোরেট
0

যাত্রা শুরু করেছে অনলাইন-ভিত্তিক বাজার পাবলিকমার্কেট.কম

পাবলিকমার্কেট.কম (publicmarket.com.bd) দেশের অন্যতম শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন প্লাটফর্ম। ক্রেতা এবং বিক্রেতারা তাদের নতুন ও পুরাতন পণ্য বিক্রয় বা ক্রয় করে এই অ্যাপে।

এই অ্যাপ তাদের ব্যবসায়িক কার্যক্রম কাস্টমার টু কাস্টমার বা সি টু সি প্রক্রিয়ায় চালায়। এর অ্যাপস এবং ওয়েবসাইটের হাজারও পণ্য ও সেবার ক্যাটাগরি রয়েছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয় নিয়ে শুরু হয়েছে এই ওয়েবসাইটটি।

ওয়েবসাইট লিংক:

এই অ্যাপটি শুধু শহরের মানুষের জন্য না। গ্রাম-শহর-বন্দর সকল স্থানের মানুষ ব্যাবহার করতে পারবে এটি। এমনকি গ্রামের প্রান্তিক কৃষকও পাবে পণ্য বা সেবার ন্যায্য মূল্য।

গুগল প্লে স্টোরে:

বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) অনুমতিতে সরকারি সব নিয়ম মেনে এটি তৈরি করা হয়েছে।

প্রতিষ্ঠানটির অফিস গুলশান-বাড্ডা লিংক রোডে অবস্থিত। এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আহসান হাবিব হিরক।

তিনি জানান, পাবলিকমার্কেট.কম প্রতিষ্ঠা করার মূল উদ্দেশ্য হলো দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা। পাশাপাশি ভোক্তাদের সব প্রকার সেবাগ্রহণ প্রক্রিয়াকে একটি অনলাইন প্লাটফর্মে নিয়ে আসা।

অ্যাপটির জনপ্রিয়তা দিনদিন বাড়ছে এবং সবার মধ্যে নতুন স্টার্টআপ হিসাবে এর প্রতি মানুষের ভীষণ আগ্রহের তৈরি হয়েছে।

এসএস