অস্কার পুরস্কার: সেরার দৌড়ে এগিয়ে যেসব চলচ্চিত্র ও অভিনেতা

অস্কার পুরস্কার
অস্কার পুরস্কার | ছবি: সংগৃহীত
0

চলতি বছরের অস্কারে চমক জাগানো এক নাম সিনার্স। বর্ণবৈষম্য যুগের প্রেক্ষাপটে নির্মিত এ ভ্যাম্পায়ার থ্রিলারটি এক ঝটকায় ইতিহাস গড়ে নিয়েছে। অর্জন করেছে রেকর্ডসংখ্যক ১৬টি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড মনোনয়ন। মাইকেল বি. জর্ডানের দুর্দান্ত অভিনয় ও রায়ান কুগলারের পরিচালনায় ছবিটি এখন অস্কারের সেরা ছবির দৌড়ে সবচেয়ে এগিয়ে। এছাড়া সেরা অভিনেতার দৌড়ে আছেন লিওনার্দো ডিক্যাপ্রিও, আর অভিনেত্রী জেসি বাকলি।

মাইকেল বি. জর্ডান অভিনীত বর্ণবৈষম্য যুগের পটভূমিতে নির্মিত ভ্যাম্পায়ার থ্রিলার সিনার্স, ঝড় তুলতে যাচ্ছে এবারের অস্কারে। এ বছর রেকর্ড ১৬টি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মনোনয়ন পেয়েছে ছবিটি।

১৫ মার্চ অনুষ্ঠিতব্য অস্কারে সিনার্স স্পষ্টতই শীর্ষ প্রতিদ্বন্দ্বী। সেরা ছবির জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে হবে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার, ফ্রাঙ্কেনস্টাইন, হ্যামনেট, মার্টি সুপ্রিমের সঙ্গে।

এদিকে সেরা অভিনেতার দৌঁড়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ে আছে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার ছবির জন্য লিওনার্দো ডিক্যাপ্রিও এবং মার্টি সুপ্রিম ছবির জন্য টিমোথি শালামেতে।

সেরা অভিনেত্রী হিসেবে হ্যামনেট ছবির জন্য জেসি বাকলি এবং সং সাং ব্লু ছবির জন্য কেট হাডসন মনোনীত হয়েছেন। ওয়াল্ট ডিজনির এবিসি চ্যানেল অনুষ্ঠানটি সম্প্রচার করবে এবং টানা দ্বিতীয়বারের মতো সঞ্চালনা করবেন কৌতুক অভিনেতা কনান ও ব্রায়েন।

এএইচ