দেশ-বিদেশে বহুমুখী নিরাপত্তাঝুঁকি, রাজনৈতিক ঐকমত্যের আহ্বান ড. দিলারা চৌধুরীর

আবিদ মঈন
ড. দিলারা চৌধুরী
ড. দিলারা চৌধুরী | ছবি : সংগৃহীত
0

দেশের ভেতরে ও বাইরে বহুমুখী নিরাপত্তাঝুঁকি রয়েছে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ড. দিলারা চৌধুরী। এ সমস্যা সমাধানে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য থাকার আহ্বান জানান তিনি। আজ (রোববার, ৪ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজার ভয়েস ফর রিফর্মস এবং ব্রেইনের আয়োজনে আঞ্চলিক সম্পর্কের নতুন সমীকরণের প্রেক্ষিতে ‘জাতীয় নিরাপত্তা ঝুঁকি’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

এসময় ড. দিলারা চৌধুরী বলেন, ‘এক দিনে গণভোট আর নির্বাচনের ফলে জুলাই সনদ মূল্যহীন হয়ে পড়তে পারে।’

আরও পড়ুন:

আলোচনা অনুষ্ঠানে রাজনৈতিক এবং অন্যান্য নিরাপত্তা বিশ্লেষকরাও উপস্থিত ছিলেন। এসময় তারা দেশের সামরিক সক্ষমতা বাড়াতে সেনাসদস্য বাড়ানোর পাশাপাশি সাধারণ মানুষকে সামরিক প্রশিক্ষণ দেয়ার ওপর গুরুত্ব আরোপ করেন।

এএম