ঘন কুয়াশা: পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ
কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ | ছবি: এখন টিভি
0

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এদিকে কুয়াশার কারণে মাঝ নদীতে ভাষা শহীদ বরকত, কেরামত আলী, ডা. গোলাম মাওলা ও বীরশ্রেষ্ঠ মতিউর রহমান নামের চারটি ফেরি আটকে রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আজ (শনিবার, ২৭ ডিসেম্বর) রাত ১০টা থেকে দুর্ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, রাত ৮টার পর থেকেই পদ্মা নদীতে কুয়াশার তীব্রতা বাড়তে শুরু করে। এক পর্যায়ে কুয়াশা এতটাই ঘন হয়ে যায় যে নৌপথের চ্যানেল মার্কিং পয়েন্টগুলো অস্পষ্ট হয়ে যায়। এতে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় নিরাপত্তার স্বার্থে চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম বলেন, ‘কুয়াশার তীব্রতার কারণে প্রতিদিনই ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখতে হয়। নদীতে কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।’

উল্লেখ্য, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যাত্রী ও যানবাহন পারাপারের জন্য প্রতিদিন ছোট-বড় মিলিয়ে ১৪টি ফেরি চলাচল করে।

এএইচ