প্রথম চুক্তিতে গত ১১ নভেম্বর খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা স্বাক্ষর করেন। পরদিন ১২ নভেম্বর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার চুক্তিতে স্বাক্ষর করেন এবং সবশেষ ২৭ নভেম্বর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই অনুরূপ চুক্তিতে স্বাক্ষর করেন।
এ চুক্তির ফলে স্টারলিংক ইন্টারনেট ব্যবহার করে খাগড়াছড়ি, বান্দরবন ও রাঙামাটি এ তিন পার্বত্য জেলার বিদ্যালয়গুলোতে ধাপে ধাপে ই-লার্নিং সিস্টেম চালু হবে। এর মাধ্যমে নিরবচ্ছিন্ন ও উচ্চগতির ইন্টারনেট সংযোগের মাধ্যমে অনলাইন ক্লাস, ডিজিটাল কনটেন্ট এবং ভার্চুয়াল শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পাবে পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীরা।
এতে করে ভৌগোলিক প্রতিবন্ধকতা জয় করে আরো বেশী শিক্ষার্থীরা মূলধারার শিক্ষায় যুক্ত হতে পারবে। এই চুক্তির মাধ্যমে পার্বত্য অঞ্চলের শিক্ষা ব্যবস্থা উন্নয়ন ও প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসারে এক নতুন অধ্যায় সূচিত হলো।
চুক্তি স্বাক্ষর হওয়ার পর পার্বত্য এলাকার বিভিন্ন স্কুলে যুক্ত হচ্ছে স্টারলিংক সংযোগ। এর আগে গত জুলাই মাসে প্রধান উপদেষ্টা পার্বত্য চট্টগ্রামের অন্তত ১০০ স্কুলে ই-লার্নিং চালুর নির্দেশ দেন।
বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড - বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মুহাম্মদ ইমাদুর রহমান বলেন, ‘এ চুক্তির মাধ্যমে পাহাড়ি অঞ্চলের শিক্ষাক্ষেত্রে এক নতুন সম্ভাবনার দ্বার খুলে গেল। প্রযুক্তির মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন এবং তথ্যপ্রযুক্তির প্রসার ঘটিয়ে সরকার দক্ষ জনগোষ্ঠী গঠনের পথে আরও এক ধাপ এগিয়ে গেল।’





