এ চুক্তির আওতায় নোকিয়া প্রায় ৭ হাজার সাইটে তাদের রেডিও অ্যাক্সেস নেটওয়ার্ক ও কোর নেটওয়ার্ক ইকুইপমেন্ট সরবরাহ করবে। এরইমধ্যে গত জুন মাসে ভোডাফোন ও সিকে হাচিসন তাদের যুক্তরাজ্যের কার্যক্রম মার্জ করে ভোডাফোন থ্রি নামে নতুন একটি ব্যবসায়িক কার্যক্রম শুরু করে।
আরও পড়ুন:
এ চুক্তির লক্ষ্য হলো ইউরোপের ফাইভ জি নেটওয়ার্ক তৈরি করা। এ লক্ষ্যে তারা আগামী ১০ বছরে ১৪ দশমিক ৮ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে। নোকিয়া ও এরিকসনের সঙ্গে চুক্তি তাদের এ পরিকল্পনারই একটি অংশ।
ইউরোপীয় এ চুক্তিটি নর্ডিক দুই প্রতিদ্বন্দ্বীর জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। কারণ এ দু’টি সংস্থাই মন্দা বাজার ও আমেরিকার শুল্কের সঙ্গে যুদ্ধ করে যাচ্ছে।





