পারিশ্রমিক বৃদ্ধির দাবিতে রাজশাহী-ঢাকা রুটে বাস শ্রমিকদের বিক্ষোভ

রাজশাহীতে বাস শ্রমিকদের বিক্ষোভ
রাজশাহীতে বাস শ্রমিকদের বিক্ষোভ | ছবি: সংগৃহীত
0

পারিশ্রমিক বৃদ্ধির দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছে রাজশাহী-ঢাকা রুটে চলাচলকারী বাস শ্রমিকেরা। কর্মবিরতির মাঝেই আজ (মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর) দুপুর ১টায় শিরোইল বাস টার্মিনাল থেকে বিক্ষোভ মিছিল বের করেন বাস শ্রমিক নেতাকর্মীরা। এরপর বাস স্ট্যান্ডে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন বিক্ষোভকারীরা।

দাবিতে সমর্থন জানিয়ে বন্ধ আছে রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রাম-সিলেটে চলাচলকারী বাসগুলো। তবে রাজশাহী থেকে ঢাকায় চলাচলকারী একতা ট্রাভেলসের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি শ্রমিকেরা। যার কারণে এ পরিবহনটি চলাচল করছে।

সমাবেশে বক্তারা জানান, রাজশাহী-ঢাকা বাসের স্টাফদের বেতন খুব কম। দীর্ঘদিন কাজ করার পরও ন্যায্য মূল্য, ন্যায্য বেতন না পাওয়ার অভিযোগ তাদের। বিআরটিএ থেকে নির্ধারণ করা বেতন না দিলে গাড়ি চালাবেন না চালকেরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলেও জানান তারা।

ঢাকা-চট্টগ্রাম-সিলেটে রুটে চলাচলকারী বাসগুলো বন্ধ থাকায় বিপাকে পড়েছেন যাত্রীরা। বেছে নিচ্ছেন বিকল্প পরিবহন। বাড়ছে ট্রেনে যাত্রীর চাপ।

আরও পড়ুন:

এর আগে গত ২৩ আগস্ট শুধু ন্যাশনাল ট্রাভেলস বন্ধ রাখ হয়। এ সময় মালিকেরা শ্রমিকদের থেকে কিছু সময় চাইলেও তার কোনো সমাধান হয়নি। ফলে দ্বিতীয় দফায় গেল ৮ সেপ্টেম্বর বাস চলানো ও কাউন্টার বন্ধ করেন শ্রমিকেরা। এ সময় কোম্পানিটি বেতন বৃদ্ধির আশ্বাস দেয়। আশ্বাসে কাজে ফেরে চালক ও সহকর্মীরা।

তবে দাবি পূরণ করতে ব্যর্থ হলে এবারে ঢাকা-চট্টগ্রাম-সিলেটে চলাচলকারী বাসগুলোর শ্রমিকরাও কর্মবিরতিতে যুক্ত হয়েছে। আন্দোলনকারী শ্রমিকদের দাবি আজকের মধ্যে দাবি আদায় না হলে কর্মবিরতি চালিয়ে যাবেন।

এফএস