দেশে এখন , পরিষেবা
অর্থনীতি
0

ঢাকা-জয়দেবপুর রুটে কমিউটার ট্রেন চলাচল শুরু

ঢাকা-জয়দেবপুর রুটে শুরু হয়েছে কমিউটার ট্রেন চলাচল। এই রুটে চলবে ৪ জোড়া কমিউটার ট্রেন। আজ (রোববার, ১৫ ডিসেম্বর) সকালে গাজীপুরের জয়দেবপুর স্টেশনে ট্রেন চলাচলের উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান। এতে স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে।

সংশ্লিষ্টরা জানান, তুরাগ কমিউটার-১ ট্রেনটি ঢাকা থেকে সকাল ৫টায় ছেড়ে জয়দেবপুর পৌঁছাবে সকাল ৬ টায়। জয়দেবপুর কমিউটার-১ ট্রেনটি ঢাকা থেকে সকাল ৫টা ২৫ মিনিটে ছেড়ে জয়দেবপুর পৌঁছাবে সকাল ৬টা ২৫ মিনিটে।

তুরাগ কমিউটার-২ ট্রেনটি জয়দেবপুর থেকে সকাল ৬টা ৩০ মিনিটে ছেড়ে ঢাকা পৌঁছাবে সকাল ৭ টা ৪০ মিনিটে। জয়দেবপুর কমিউটার-২ ট্রেনটি জয়দেবপুর থেকে সকাল ৭টা ১০ মিনিটে ছেড়ে ঢাকা পৌঁছাবে সকাল ৮টা ২৫ মিনিটে।

জয়দেবপুর কমিউটার-৩ ট্রেনটি ঢাকা থেকে বেলা ১১টায় ছেড়ে জয়দেবপুর পৌঁছাবে বেলা ১২টায়। আর জয়দেবপুর কমিউটার-৪ ট্রেনটি জয়দেবপুর থেকে দুপুর সাড়ে ১২টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে দুপুর ১টা ৪০ মিনিটে।

তুরাগ কমিউটার-৩ ট্রেনটি ঢাকা থেকে বিকেল ৫টা ২০ মিনিটে ছেড়ে জয়দেবপুর পৌঁছাবে সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটে। আর তুরাগ কমিউটার-৪ ট্রেনটি জয়দেবপুর থেকে রাত ৯টা ৪৫ মিনিটে ছেড়ে ঢাকা পৌঁছাবে রাত ১১টা ১৫ মিনিটে।

ঢাকা বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে থামবে এই ট্রেন। তবে প্রতি শুক্রবার তুরাগ কমিউটার এবং শনিবার বন্ধ থাকবে জয়দেবপুর কমিউটার ট্রেনটি।

ইএ